aponshops.com একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান। এর আইনগত অধিকার শুধুমাত্র aponshops এর সংরক্ষিত।
aponshop ও এই ওয়েবসাইট (aponshops.com) আপনার গোপনীয়তা রক্ষা করে। আমাদের গোপনীয়তা নীতিমালা সংক্ষেপে জানায়, আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ করি ও ব্যবহার করি। আপনি যদি ওয়েবসাইট ব্যবহারকারী বা ক্রেতা হয়ে থাকেন, অনুগ্রহ করে গোপনীয়তা নীতিমালা ভালোভাবে পড়ে নিন।
সাইটে নিবন্ধনের সময় আমরা নিচের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি:
নাম (প্রথম ও শেষ),
বিকল্প ইমেইল ঠিকানা,
মোবাইল নম্বর,
ঠিকানা,
পিন কোড, GPS লোকেশন,
বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষা,
আপনি কোন পেজে যাচ্ছেন, কতবার ভিজিট করছেন ইত্যাদি।
এই সাইটের সেবা শুধুমাত্র বাংলাদেশের সকল অঞ্চলের জন্য প্রযোজ্য। বাংলাদেশের চুক্তি আইনের অধীনে যারা চুক্তি সম্পাদনে অযোগ্য (যেমন: নাবালক, দেউলিয়া), তারা এই সাইট ব্যবহার করতে পারবেন না। ১৩ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের পিতামাতা বা অভিভাবকের তত্ত্বাবধানে সাইট ব্যবহার করতে হবে।
aponshops.com আপনাকে সীমিতভাবে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই সাইট অ্যাক্সেসের অধিকার দেয়। আপনি সাইটের কোনো অংশ অননুমোদিতভাবে কপি, পরিবর্তন, বিক্রয়, বা ফ্রেম করতে পারবেন না। অনুমোদন ব্যতীত যেকোনো রকমের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রতিটি ক্রেতাকে অর্ডার দেওয়ার আগে নিবন্ধন করতে হবে। সঠিক তথ্য প্রদান করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি প্রমোশনাল মেসেজ এবং নিউজলেটার পেতে সম্মত হন (যা চাইলে বন্ধ করা যাবে)।
সাইটে পণ্যের মূল্য এমআরপি অনুসারে দেওয়া থাকবে। অর্ডার করার সময় যে মূল্য দেখানো হবে, তা-ই কার্যকর হবে। তবে কিছু পণ্যের দাম প্রতিদিন পরিবর্তিত হতে পারে।
গ্রাহক নির্ধারিত সময়সীমার মধ্যে কাস্টমার কেয়ারে কল করে অর্ডার বাতিল করতে পারেন। এতে অগ্রিম পরিশোধ করা টাকা ওয়ালেটে ফেরত দেওয়া হবে। কোনো জালিয়াতির সন্দেহে অর্ডার বাতিল করার অধিকার aponshop রাখে।
ডেলিভারির সময় পণ্যের গুণমান পছন্দ না হলে সাথে সাথে ফেরত দিতে পারবেন। সেই পণ্যের মূল্যের সমপরিমাণ ক্রেডিট আপনার অ্যাকাউন্টে সংরক্ষিত হবে, যা ভবিষ্যতের কেনাকাটায় ব্যবহার করা যাবে। রিফান্ড অনলাইনে ৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে।
ডেলিভারি নির্ভর করবে আপনার নির্বাচিত সময়ের উপর।
২৪/৭ অর্ডার করা যাবে; ডেলিভারি সকাল ৬টা থেকে দুপুর ২টার মধ্যে।
৫০00 টাকার উপরে অর্ডারে শিপিং ফ্রি।
ভুল ঠিকানা বা তথ্যের জন্য অতিরিক্ত ডেলিভারি খরচ আপনাকে বহন করতে হবে।
আপনি আইনসম্মত ও নৈতিকভাবে সাইট ব্যবহার করবেন।
সঠিক ও সত্য তথ্য প্রদান করবেন।
আপনার দায়, লেনদেন বা অর্ডার আপনি নিজ দায়িত্বে সম্পাদন করবেন।
অর্ডার দেওয়ার আগে প্রোডাক্টের বিবরণ ভালোভাবে দেখে নেবেন।
অবৈধ, অশ্লীল, ভয় দেখানো, ক্ষতিকর কনটেন্ট ছড়ানো।
অপরাধে উৎসাহিত করা বা আইন লঙ্ঘন।
হ্যাকিং বা অন্যের ব্যবহার বাধাগ্রস্ত করা।
কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করা।
পণ্যের রঙ মনিটর ভেদে ভিন্ন হতে পারে। আমরা যথাসম্ভব সঠিক রঙ প্রদর্শনের চেষ্টা করি।
aponshop যে কোনো সময় শর্তাবলী পরিবর্তন করতে পারে। আপনাকে নিয়মিত এসব পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবর্তিত শর্ত মেনে নিতে না চাইলে সেবা ব্যবহার বন্ধ করুন।
এই চুক্তি বাংলাদেশের প্রযোজ্য আইনের অধীন। সমস্ত বিরোধ আদালতের এখতিয়ারভুক্ত। কোনো দ্বন্দ্ব হলে, aponshop একটি স্বাধীন সালিশ নিযুক্ত করবে যার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
যে কোনো মন্তব্য বা পর্যালোচনা aponshop-এর মালিকানাধীন হবে এবং তারা তা যেকোনো ভাবে ব্যবহার করতে পারবে, বিনিময়ে আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। আপনি মিথ্যা তথ্য বা অবমাননাকর কনটেন্ট আপলোড করবেন না।
এই সাইটে থাকা সমস্ত লেখা, ছবি, সফটওয়্যার ইত্যাদি aponshop অথবা তাদের পার্টনারদের মালিকানাধীন। ব্যক্তিগত ব্যবহার ব্যতীত এগুলোর কপি বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আপনি বুঝেন ও স্বীকার করেন, সাইট ব্যবহার করার সময় কিছু কনটেন্ট আপত্তিকর মনে হতে পারে; এতে aponshop কোনো দায়ভার নেবে না।
আপনার ব্যবহারে কোনো ক্ষতি, আইনভঙ্গ বা অন্য তৃতীয় পক্ষের ক্ষতি হলে, aponshop বা তার অংশীদারদের সেই ক্ষতির দায়ভার আপনি বহন করবেন।
আপনি বা aponshop.com যে কোনো সময় এই চুক্তি বাতিল করতে পারেন। বাতিলের পর, আপনি সাইট থেকে প্রাপ্ত কোনো কনটেন্ট মুছে ফেলবেন এবং আর ব্যবহার করবেন না।